Daily Sunshine

নাটোর হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন দিলো খায়ের গ্রুপ

Share

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর আধুনিক সদর হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে আবুল খায়ের গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো সরবরাহ করা হয়।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর আধুনিক সদর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ৩১ বেডের করোনা ইউনিটের বিপরীতে চিকিৎসা নিচ্ছে ৪৩ জন। এ অবস্থায় চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে ৩০টি সিলিন্ডারের মাধ্যমে বিনামূল্যে ১৭৫ ঘনমিটার অক্সিজেন সরবরাহ করা হয়েছে। এদিকে নাটোর সদর হাসপাতালে শয্যা সংস্থান না হওয়ায় অবশিষ্ট ৫ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

জুন ১১
০৫:১৪ ২০২১

আরও খবর