Daily Sunshine

Share

মতলুব হোসেন, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে অপরিকল্পিত ভাবে নদী খনন ও অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে শিমলতলী সেতু হুমকির মুখে পড়েছে। যে কোন সময় সেতুটি নদীর গর্ভে ধ্বসে পড়ার আশংকা দেখা দিয়েছে। এ অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
জানা যায়, গত কয়েক দিনের প্রবল বর্ষণে পাঁচবিবির ছোট যমুনা নদীতে পানির ঢল নামায় খননকৃত নদীর শিমলতলী সেতুর পশ্চিম পাড়ে ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনের ফলে সেতুসহ সংযোগ সড়ক হুমকীর মুখে পড়েছে। ভাঙ্গনে নদী তীরবর্তী বিদ্যুতের পোল নদী গর্ভে বিলীন হয়ে গেছে ফলে নদী সংলগ্ন পশ্চিম পাড়ের গ্রাম গুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ অবস্থায় এলাকার লোকজনের মাঝে আতংক দেখা দিলে সেতু রক্ষার দাবিতে এলাকার শত শত মানুষ শনিবার স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে জেলা প্রশাসক শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনকে শান্ত থাকতে বলেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, শ্রমিক নেতা বাবুল করিমসহ এলাকাবাসী জানান, অপরিকল্পিত ভাবে নদী খনন ও অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে মাটি ধসে গিয়ে সেতুটি মারাত্মক ভাবে হুমকির মুখে পড়েছে। অবস্থা এতটাই খারাপ যে, যে কোনো সময় সেতুটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছ।
এ অঞ্চলের একমাত্র পারাপারের সেতুটি ক্ষতিগ্রস্ত হলে নদী পাড়ের কয়েক লক্ষ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে।
তারা জানান বালু উত্তোলন বন্ধে ইতোপূর্বে কয়েক বার স্থানীয় প্রশাসনের কাছে লিখিত ভাবে আবেদন করলেও কোন ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন।

জুন ১১
০৫:১০ ২০২১

আরও খবর