Daily Sunshine

বিরসা মুন্ডার ১২১তম আত্মত্যাগ দিবস পালিত

Share

প্রেস বিজ্ঞপ্তি : রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের উদ্যোগে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে, শারিরীক দুরত্ব বজায় রেখে বৃটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা বিরসা মুন্ডার ১২১তম আত্মত্যাগ দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটির স্মরণে রক্ষাগোলা সমন্বয় কমিটির অয়োজনে ও কমিটির সভাপতি শ্রী অজয় মিঞ্চ-এর নেতৃত্বে মাস্ক বিতরণ ও রাজশাহী জেলার গোদাগাড়ীর রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা প্রসেন এক্কা, রক্ষাগোলা খাদ্য নিরাপত্তা কর্মসূচির সমন্বয়কারী আরিফ ইথার, রক্ষাগোলা সংগঠনের নেতা কৈশিলা গজাড়, আগষ্টিনা টুডু, লক্ষী তির্কী, আদরী টপ্প্যসহ স্থানীয়রা।

জুন ১০
০৫:৪০ ২০২১

আরও খবর