Daily Sunshine

নাটোরে করোনায় দুই জনের মৃত্যু, চলছে লকডাউন

Share

স্টাফ রিপোর্টার, নাটোর: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নাটোরে দুই জনের মৃত্যু হয়েছে। দিলীপ কুমার পাইন (৬২) ও রমজান আলী (৯০) নামের ওই দুই ব্যক্তি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত নাটোরে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।
এদিকে সর্বশেষ চব্বিশ ঘণ্টায় ১৬৮ জনের নমুনায় ৪৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুজনের মধ্যে দীলিপ কুমার পাইনকে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এদিকে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের ঘোষিত সিংড়া ও নাটোর পৌরসভায় ৭ দিনের বিশেষ লকডাউন কঠোরভাবে শুরু হয়েছে। লকডাউন কার্যকর করতে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ।
স্বাস্থ্যবিধি মানাতে সকাল থেকে শহরের প্রবেশদ্বার গুলোতে চেকপোস্ট বসিয়েছে আইন শৃংখলা বাহীনির সদস্যরা। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা পৌরসভা এলাকায় জারিকৃত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা পুলিশের গৃহিত পদক্ষেপ মটিরিং করতে সকাল ৭টার দিকে নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকায় উপস্থিত হন। সেখান থেকে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এছাড়া একই সময়ে জেলা প্রশাসক শাহরিয়াজ শহরে বের হন। জেলা প্রশাসক শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ৭ দিনের লকডাউন সফল করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জুন ১০
০৫:২৮ ২০২১

আরও খবর