Daily Sunshine

নাটোর ও সিংড়া পৌর এলাকায় সাত দিনের লকডাউন

Share

স্টাফ রিপোর্টার, নাটোর: বুধবার ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৭ দিনের জন্য নাটোর ও সিংড়া পৌর এলাকায় সর্বাত্নক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মধ্যরাতে নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে জরুরী ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয় হয়। ফলে ওষুধসহ জরুরী সেবা সার্ভিস ব্যতিত সকল কিছু বন্ধ থাকবে। এ সময়ে জরুরী প্রয়োজন ছাড়া কেই ঘরের বাইরে বের হতে পারবেনা। সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ৩ জন সংসদ সদস্য, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় নাটোর জেলায় সংক্রমনের হার ছিল ৬২ ভাগ। এরমধ্যে পৌর এলাকায় আক্রান্তের হার সর্বাধিক। সভায় সকলের মতামতের ভিত্তিতে নাটোর ও সিংড়া পৌর সভায় ১৫ জুন পর্যন্ত ৭দিনের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জুন ০৯
০৬:০৯ ২০২১

আরও খবর