Daily Sunshine

হানিফ পরিবহণের ম্যানেজার খোকনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

Share

স্টাফ রিপোর্টার : হানিফ পরিহবণের রাজশাহী কাউন্টারের ম্যানেজার খোকনের বিরুদ্ধে যাত্রীসহ সহকর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যার পর কয়েকজন যাত্রীর সাথে দুর্ব্যবহারের এক পর্যায়ে হাতাহাতরি ঘটনা ঘটে। পরিবহণ শ্রমিকদের দাবি খোকনের এমন আচরণের ফলে পরিহণ কর্মচারী ও শ্রমিকদের বিরুদ্ধে যাত্রীদের বিরূপ ধারণ সৃষ্টি হচ্ছে।
রাজশাহী নগরীর সিরোইল বাস টার্মিনালের পরিহবণ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানাযায়, হানিফ পরিবহণে টিকিট কাটতে আসলে যাত্রীদের সাথে মাঝেমধ্যেই ম্যানেজার খোকনের কথাকাটাকাটি হয়। এসময় খোকন যাত্রীদের বাবা-মা তুলে গালিগালাজ করেন এবং পরিবহণ শ্রমিকদের কথা উল্লেখ করে ভয়ভীতি দেখান। সোমবার সন্ধ্যার পর কয়েকজন যাত্রী ঢাকার টিকেট কাটতে আসলে তাদের সাথেও একই ধরণের দুর্ব্যবহার করেন খোকন। একপর্যায়ে ওই যাত্রীদের সাথে খোকনের হাতাহাতি হয়। এঘটনায় পরিবহণ সেক্টরের উপস্থিত সকলেই বিব্রত।
এদিকে পরিবহণ শ্রমিকদের দাবি, খোকন শুধুমাত্র যাত্রীদের সাথেই নয় পরিবহণ শ্রমিকদের সাথেও দুর্ব্যবহার করেন। তবে সে ম্যানেজার হওয়ায় তাকে ভয়ে ও সম্মানের খাতিরে কেউ কিছু বলতে পারে না।

জুন ০৯
০৫:৫৫ ২০২১

আরও খবর