Daily Sunshine

আওয়ামী লীগে সদস্য পদ ফিরে পেলেন মোহাম্মদ আলী

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২ টায় কুমারপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কমিটির সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী কমিটির গত ২৫ জানুয়ারি কার্যনির্বাহী কমিটির সভায় রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এর প্রাথমিক সদস্যের পদ থেকে বহিষ্কার করে চূড়ান্ত বহিষ্কারের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী কমিটির এই সভায় উক্ত সিদ্ধান্ত পূনর্বিবেচনা করে মোহাম্মদ আলী সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে অবগত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে পারস্পরিক ভুল বুঝাবুঝির অবসান ঘটে।

জুন ০৮
০৭:১৮ ২০২১

আরও খবর