Daily Sunshine

নাটোরে করোনা টেস্টে শহরবাসীর সাড়া

Share

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর পৌর এলাকায় করোনা আক্রান্তের হার বেশি হওয়ায় করোনা টেস্টে শহরবাসীকে উৎসাহিত করতে বিনামূল্যে এন্টিজেন টেস্ট শুরু করেছে নাটোর জেলা প্রশাসন। সোমবার দুপুরে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে বিশেষ বুথ স্থাপন করে বিনামূল্যে করোনার নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহরিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
জেলা প্রশাসক শাহরিয়াজ জানান, প্রতিদিন অন্তত দুই শতাধিক নমুনা সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এতে করে পরবর্তীতে করোনা পরিস্থিতি বুঝে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে।

জুন ০৮
০৬:৫৬ ২০২১

আরও খবর