Daily Sunshine

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফলাফল

Share

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় বালক বালিকা অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টে সোমবার বালক বিভাগে দুর্গাপুর উপজেলা ৪-১ গোলে হারায় বাঘাা উপজেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে তুষার ২টি, শাকিল ও নাফিউল ১টি করে গোল করেন।
দিনের অন্য খেলায় তানোর উপজেলা ২-০ গোলে চারঘাট উপজেলাকে হারায়। বিজয়ী দলের বিজয়ী দলের পক্ষে লিফন ও সাব্বির ১টি করে গোল করেন। শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে মোহনপুর উপজেলা বিজলীর হ্যাট্রিকের সুবাদে ৫-০ গোলে দুর্গাপুর উপজেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে বিজলী ৩টি, শান্তনা ও মনোয়ারা ১টি করে গোল করেন। দিনের অন্য খেলায় চারঘাট উপজেলা সুমাইয়ার হ্যাট্রিকের সুবাদে ৪-০ গোলে তানোর উপজেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে সুমাইয়া ৩টি ও মিতু ১টি গোল করেন।

জুন ০৮
০৬:৫৫ ২০২১

আরও খবর