Daily Sunshine

মান্দায় দুই পুলিশসহ ১২ জনের করোনা পজেটিভ

Share

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুলিশের দুই উপপরিদর্শকসহ ১২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনি ও রবিবার মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তারা করোনা পজেটিভ হন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় জানান, গত শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে চারজনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে মান্দা থানার উপপরিদর্শক নজরুল ইসলামসহ দুইজন করোনা পজেটিভ হন। রবিবার আরও ১০৬ জনের পরীক্ষায় মান্দা থানার উপপরিদর্শক আব্দুল বারিকসহ ১০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে।
তিনি আরও বলেন, এনিয়ে এক সপ্তাহে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। আক্রান্তরা সকলেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, জেলা ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে মান্দা হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে যে কেউ পরীক্ষা করাতে পারবেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে যারা আক্রান্ত হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় তাদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ যাতে ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে এজন্য উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

জুন ০৭
০৫:২৩ ২০২১

আরও খবর