Daily Sunshine

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Share

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে সজল হোসেন (৫) নামে বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরিফুল (৫) নামের অপর এক শিশু। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার আটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজল আটুয়া গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের ছেলে।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, শনিবার সজল এবং আরিফুলসহ ৪-৫ জন শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় সজল পানিতে তলিয়ে গেলে বন্ধু আরিফুল ইসলাম (৫) তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে অন্যান্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন। অসুস্থ আরিফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জুন ০৬
০৬:৫০ ২০২১

আরও খবর