Daily Sunshine

গোমস্তাপুরে নতুন ১০ ব্যক্তি করোনা আক্রান্ত

Share

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে নারীসহ ১০জন করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ৪০ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১০ জন শনাক্ত হয়। এদের মধে ২জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে। তাদের বয়স ২০ থেকে ৬৫ বছর পর্যন্ত। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ১৩৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জন ব্যক্তির র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। টেস্টে ১০ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে রহনপুর পৌর এলাকার ৪ জন, পার্বতীপুর ইউনিয়নের ২ জন, রহনপুর, আলিনগর ও চৌডালা ইউনিয়নের ১ জন করেসহ নাচোল উপজেলার ১ জন রয়েছে। শনাক্তদের বয়স ২০ থেকে ৬৫ বছর পর্যন্ত। তাদের সকলকেই চিকিৎসা দিয়ে বাড়ীতে আইসোলশনে থাকতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ১৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন, চিকিৎসা নিচ্ছে ১১১ জন ও মৃত্যু বরণ করেন ২ জন।

জুন ০৪
০৭:১২ ২০২১

আরও খবর