Daily Sunshine

পবায় আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ

Share

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রিশিয়ান ও ই-কমার্স বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
পবা উপজেলা যুব উন্নয়ন অফিসের বাস্তবায়নে বেকার যুব এবং যুবাদের বুধবার রাজশাহী ইউসেপ টেকনিক্যাল স্কুলের অডিটরিয়াম রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদ আলী রেজা।
রাজশাহী ইউসেপ টেকনিক্যাল স্কুলের কারিগরী সহযোগিতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর উদ্যোগে পবা উপজেলা পরিষদের আয়োজনে ১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ২০ দিন এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

জুন ০৩
০৫:৩৬ ২০২১

আরও খবর