Daily Sunshine

চুরি করে দোকানে মলত্যাগ করে গেল চোর

Share

স্টাফ রিপোর্টার : দোকানে চুরি করেই ক্ষান্ত হননি চোর। প্রতিহিংসা চরিতার্থ করতে দোকানের ভেতরে মলত্যাগ করে গেছেন। সোমবার রাতে এমন ঘটনা ঘটেছে রাজশাহী নগরীর আলুপট্রি মোড়ে।
ভুক্তভোগী দোকানদার ফারুক হোসেন নগরীর তেরখাদিয়া এলাকার বাসিন্দা। তিনি জানান, আলুপট্রি মোড়ে তার ছোট মুদি দোকান। মূলত বিস্কুট, চানাচুর, চিপস, কোলড্রিংস এর মত পণ্য বিক্রি করেন।
ফারুক বলেন, অন্যান্য দিনের মত সোমবার রাত সাড়ে দশটায় দোকান বন্ধ করে চলে যান তিনি। সকালে এসে দেখেন দোকানের গেট ভাঙা। দোকানে ঢুকতেই নাকে লাগে দূর্গন্ধ। সেটির উৎস খুজতেই চোখে পড়ে মল। ফারুকের দাবি, তার দোকানের ১০ থেকে ১৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোর। এই চুরির ঘটনায় ফারুক বোয়ালিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।
এনিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরির ধরণ দেখে মনে হচ্ছে হিংসা থেকেই ঘটেছে এই চুরির ঘটনা।

জুন ০২
০৫:৪৯ ২০২১

আরও খবর