Daily Sunshine

নাটোরে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু

Share

স্টাফ রিপোর্টার, নাটোর: গত দু’দিনের তুলনায় নাটোরে হঠাৎ করেই লাফিয়ে বেড়েছে করোনা সংকমণের হার। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শতকরা হার বেড়ে ৫৩ ভাগে উঠে গেছে। গত দু’দিনে যা ছিল ২৫ ভাগের মধ্যে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার নাটোর জেলার ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। আর মারা গেছে একজন।
এদিকে, নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটের ৩১ বেডের সবগুলোই রোগীতে পূর্ণ হয়ে গেছে। বর্তমানে ৩১ বেডের মধ্যে ৩২ জন ভর্তি রয়েছে করোনা ওয়ার্ডে। তবে সেন্ট্রোল অক্সিজেন এবং সিলিন্ডার অক্সিজেনের কোন সংকট নেই বলে জানান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার।
অপরদিকে, স্বাস্থ্য বিধি মানাতে মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন। শহরের কানাইখালি এলাকায় ব্যরিকেড দিয়ে যানবাহন সীমিত করা হচ্ছে। যাতে করে বাজারগুলোতে ভিড় এড়ানো সম্ভব হয়।

জুন ০২
০৫:৪৪ ২০২১

আরও খবর