Daily Sunshine

গোপনে ঢাকা যাওয়ার সময় চাঁপাইয়ের ১২ ব্যক্তি আটক

Share

নিয়ামতপুর প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউন উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে সিএনজি যোগে নওগাঁর নিয়ামতপুর পাড়ইল ইউনিয়নের পৈলানপুর গ্রামের মোড়ে এসে একত্রিত হয়ে বাস (আরপি কোচ) যোগে ঢাকা যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনসাধারণের বাধার মুখে বাস চালক বাস নিয়ে পালিয়ে যায়। ঐ সময় ঢাকা যাওয়ার যাত্রী ১২ জনকে আটক করে স্থানীয় জনগণ। ঘটনাটি ঘটে ৩১ মে সোমবার রাত ১০টায়।
স্থানীয় সাংবাদিক জামাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইন চার্জকে মোবাইল ফোনে জানালে তাৎক্ষনিক উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলীর নেতৃত্বে পুলিশ এসে তাদের আটক করে মৌখিক মুচলেকা নিয়ে ছেড়ে দেন। ইতি পূর্বে আরো কয়েক দিন ঐ মোড় থেকে গোপনে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে বাস যোগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলার যাত্রীরা ঢাকা গিয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন ঘোষিত সাতদিনের বিশেষ লকডাউন উপেক্ষা করে বাসসহ বিভিন্ন উপায়ে ঢাকা যাচ্ছে অসাধু ব্যক্তিরা এমন সংবাদের ভিত্তিতে পাড়ইল ইউনিয়নের পৈলানপুর গ্রামের মোড়ে স্থানীয় জনগণ ঢাকাগামী ১২ জন যাত্রীকে আটক করা হয়। পরে তাদের মৌখিক মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। যদি পুনরায় এরকম ঘটনা ঘটে তাহলে তাদের আটক রেখে আমাদেরকে সংবাদ দেওয়ার জন্য উপজেলাবাসীদের অনুরোধ জানানো হলো।
তিনি আরো বলেন, মাস্ক, মাস্ক এবং মাস্ক, মাস্ক এর কোন বিকল্প নেই। বাড়ীর বাইয়ে বের হলেই অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে।

জুন ০২
০৫:৪২ ২০২১

আরও খবর