Daily Sunshine

মেসিকে নিয়ে বার্সা সমর্থকদের সুখবর দিলেন লাপোর্তা

Share

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি এখন আর্জেন্টিনায় জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এদিকে বিশ্বজোড়া বার্সেলোনার সমর্থকেরা অপেক্ষার প্রহর গুনছে, কবে নতুন চুক্তিতে সই করবেন মেসি! সেই বার্সা-ভক্তদের গতকাল একটি সুখবরই দিলেন ক্লাবটির নতুন সভাপতি হুয়ান লাপোর্তা।
মেসিকে নিয়ে বার্সা সমর্থকদের জন্য এখন সুখবর হতে পারে একটাই-আর্জেন্টাইন ফরোয়ার্ড যদি বার্সেলোনাতেই থাকেন। হুয়ান লাপোর্তা অবশ্য সেটি নিশ্চিত করে বলতে পারেননি। তবে যা বলেছেন, তাতেই আশ্বস্ত হতে পারে বার্সেলোনার সমর্থকেরা। লাপোর্তা বলেছেন, মেসির সঙ্গে নতুন চুক্তির আলোচনা খুব ভালোভাবেই এগোচ্ছে।
বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এ মাসের শেষে। চুক্তির মেয়াদ শেষ হলে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক। তখন তিনি যেকোনো ক্লাবে যাওয়ার জন্য আলোচনা করতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত মেসি বার্সেলোনাতেই থেকে যাবেন বলে মনে হচ্ছে। দলে নতুন আসা এরিক গার্সিয়ার পরিচয়মূলক অনুষ্ঠানে লাপোর্তা বলেছেন, ‘আমরা (নতুন চুক্তি নিয়ে) আলোচনা করছি। এটা ভালোভাবেই এগোচ্ছে। মেসির পক্ষের লোকদের সঙ্গে কথা বলছি আমরা।’ বার্সেলোনার কাছে মেসির চাওয়া ভালো একটি দল।
সেই আলোচনা যে ইতিবাচকভাবেই এগোচ্ছে, সেটা বোঝাতে গিয়ে লাপোর্তা বলেছেন, ‘আশা করছি সবকিছু ঠিকঠাকভাবে এগোবে। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। কিন্তু আমরা জানি যে লিও এখানে থাকতে চায়।’ সঙ্গে বলেছেন, ‘অডিট শেষে আমরা আর্থিক বিষয়টি আরও ভালোভাবে জানতে পারব। কিন্তু অডিটের আগেই মেসির সঙ্গে চুক্তির বিষয়টি আমাদের মাথায় ছিল।’
গার্সিয়ার আগে বার্সেলোনা দলে ভিড়িয়েছে মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ ও বন্ধু সের্হিও আগুয়েরোকে। ম্যান সিটি থেকে আসা আর্জেন্টাইন স্ট্রাইকার চুক্তিতে সই করেই বলেছেন, ‘আমি তার (মেসি) সঙ্গে খেলতে চাই।’ আগুয়েরোর বার্সেলোনায় নাম লেখানোর বিষয়টি মেসিকে কাতালান ক্লাবটিতে থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে মনে করছেন অনেকেই।

জুন ০২
০৫:৪১ ২০২১

আরও খবর