Daily Sunshine

নুরুল ইসলাম ঝড়ুর মৃত্যুতে শোকপ্রকাশ

Share

স্টাফ রিপোর্টার: প্রবীন আওয়ামী লীগ নেতা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম ঝড়ু মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তিনি লক্ষ্মপুর ভাটাপাড়ার কাদের মন্ডলের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে- নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন এবং সাধারণ সম্পাদক জেডু সরকার।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
৫ নম্বর ওয়ার্ড: তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শোক জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল। এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

জুন ০২
০৫:৪০ ২০২১

আরও খবর