Daily Sunshine

আক্কেলপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

Share

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোববার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে র‌্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এমসয় ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রুহুল আমিন সরকার, সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম।
আলোচনা সভায় ডা. রুহুল আমিন সরকার বলেন, ‘তামাকজাতদ্রব্য ক্যান্সারের অন্যতম কারণ। এছাড়াও ধূমপানের কারণে হার্ট ব্লক হয়, রক্তনালি চিকন হওয়াসহ নানা মানব দেহের অনেক ক্ষতি করে। যা মানবজীবন ও পরিবারের জন্য বয়ে আনে কষ্ট। তাই তামাকজাতদ্রব্য পরিহার করতে হবে’।
নির্বাহী অফিসার হাবিবুল হাসান বলেন, ‘ধূমপান সকল ধরণের নেশায় আসক্ত হওয়ার সোপান। তাই পারিবারিকভাবে সকলকে সচেতন হতে হবে ও সামাজিক মূল্যবোধ বাড়াতে হবে এবং তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে।’

জুন ০১
০৫:৪৮ ২০২১

আরও খবর