Daily Sunshine

নাটোরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন

Share

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে আলোচনা, মিলাদ মাহফিল, জাতীয়, কালো ও দলীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। রোববার সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর আলোচনা সভা এবং তার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ,বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ফয়সাল আহম্মেদ আবুল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ।

মে ৩১
০৫:১৫ ২০২১

আরও খবর