Daily Sunshine

বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানব বন্ধন

Share

স্টাফ রিপোর্টার, বাগমারা: দেশব্যাপি সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১ জুনের মধ্যে খুলে দেওয়ার দাবীতে বাগমারায় সাধারণ শিক্ষার্থী ফোরামের উদ্যোগে রবিবার সকালে ভবানীগঞ্জ নিউমার্কেট চতরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বাগামারাসহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছেন।
সংগঠনের আহবায়ক গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মাদ আলী তোহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম জনি, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ মাহফুজুর রহমান মুন্না, সমাজ সেবক মুকুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। বক্তাবা আগামী ১ জুনের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীসহ সরকারে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।

মে ৩১
০৫:১১ ২০২১

আরও খবর