Daily Sunshine

খেলাধুলা ঐক্যের বন্ধন তৈরি করে: এনামুল হক

Share

স্টাফ রিপোর্টার, বাগমারা: ক্রীড়া মানুষে মানুষে ঐক্য তৈরি করে। সমাজ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভুমিকা অপরিসীম। কিন্তু গ্রাম বাংলার অনেক খেলাধূলায় আজ বিলুপ্ত। মোবাইল আসক্তি বেড়ে যাওয়ায় আমরা অমানবিক হয়ে ওঠছি। তাই খেলা ধূলার দিকে আমাদের ফিরে যেতে হবে। ফিরিয়ে আনতে হবে গ্রাম বাংলার ঐতিহ্য। এ জন্য সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাফ টুর্নামেন্ট নামে যে ফুটবল ম্যাচ চালু করেছেন তা সফল ভাবে বাস্তবায়ন করতে হবে।
শনিবার সকালে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এসব কথা বলেন। বাগমারা উপজেলা নির্বহী অফিসার শরিফ আহম্মেদের প্রতিনিধি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার ও ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল। অনুষ্ঠানে আরো ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক অধ্যক্ষ মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সরুজ, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম।

মে ৩০
০৫:২৯ ২০২১

আরও খবর