Daily Sunshine

নাচোলে খাস জমি দখল করে পাকা বাড়ি নির্মাণ

Share

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাস জমি দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি জায়গাটি থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের জাম গাছ কাটা হয়েছে বলেও অভিয্গো।
সরেজমিনে দেখাগেছে নাচোল উপজেলা হামিদপুর গ্রামের সরকারী খাস জমি দখল করে পাকা বাড়ি নির্মাণ শুরু করছে। ইতোমধ্যে তারা একটি ২০ হাজার টাকা মূল্যমানের জাম কেটে নিয়েছে। ছেঁটে ফেলেছে আরো ২টি আম ও কদম গাছ। সরেজমিন কালে স্থানীয় মোস্তফা ও শুকুর আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে।
জানাগেছে, নাচোল-আমনুরা মেইন রোডের পাশে হামিদপুর-সূর্যপুর রাস্তার মোড়ে হামিদপুর গ্রামে পন্ডিতপুর মৌজার ৪১৮নং দাগে ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কাওসার আলী ও আবুল কাশেম ১০-১২ শতক সরকারী জায়গা দখল করে ইটের গাথুনি বাড়ি নির্মাণ শুরু করেছে। এলকাবাসী বাধা দিলেও তারা উপেক্ষা করে বাড়ি নির্মাণ কাজ করে যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় যখন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বিশেষ লকডাউন চলছে। প্রশাসন যখন লকডাউন বাস্তবায়ন করতে ব্যস্ত আর সেই সুযোগে তারা গাছ কেটে তড়িঘড়ি করে ভবন নির্মাণ শুরু করছে। এ বাড়ী নির্মাণের বিষয়ে কাওসার ও আবুল কাশেপসা সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এ জায়গায় আগে থেকে টিনের বেড়া দিয়ে বাড়ি ছিল এখন ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। লিজ নিয়ে বাড়ি করছে কিনা জানতে চাইলে তারা সদুত্তোর দেননি।
এবিষয়ে জেলা পরিষদের সদস্য রয়েল বিশ্বাস জানান, বিষয়টি অবহিত হয়েছি। জেলা পরিষদের জায়গা ভোগদখল করতে হলে অবশ্যই লীজ গ্রহন করে করতে হবে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হকের সাথে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি। এব্যাপারে ভারপ্রাপ্ত নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম জানান, দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মে ২৯
০৪:৫৪ ২০২১

আরও খবর