Daily Sunshine

মেরাজ মোল্লার কবর জিয়ারত করলেন এমপি এনামুল হক

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি, সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা’র কবর জিয়ারত করলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হক।
বৃহস্পতিবার বাদ আছর মরহুম মেরাজ উদ্দিন মোল্লা’র পারিবারিক গোরস্থান নওহাটার কাজীপাড়ায় গিয়ে তাঁর কবর জিয়ারত করেন তিনি। পবিত্র মাহে রমজানের ২৭ তারিখে ইন্তেকাল করেন তিনি। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, ধর্ম বিষয়ক সম্পাদক পিনু মোল্লা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মরহুম মেরাজ উদ্দিন মোল্লা’র পরিবারের সদস্য খোঁজ খবর নেন এবং তাদের সাথে সৌজন্য সাক্ষত করেন এমপি এনামুল হক।

মে ২৮
০৫:০০ ২০২১

আরও খবর