Daily Sunshine

টোকিও অলিম্পিক বাতিলের আহ্বান

Share

স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিক বাতিলের আহ্বান জানিয়েছে এর অফিশিয়াল অংশীদার জাপানের দৈনিক আশাহি শিম্বুন। করোনা সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে গতকাল দৈনিকটির সম্পাদকীয় পাতায় এ আহ্বান জানানো হয়। খবর রয়টার্স।
আশাহি শিম্বুনের সম্পাদকীয় কলামে লেখা হয়, আমরা প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগাকে ঠাণ্ডা মাথায় ও উদ্দেশ্যমূলকভাবে পুরো পরিস্থিতি বিবেচনা করে অলিম্পিক গেমস বাতিলের সিদ্ধান্ত নিতে অনুরোধ করছি। এ মুহূর্তে জাপানের বেশির ভাগ অংশ, বিশেষ করে টোকিও শহরে তৃতীয় দফার জরুরি অবস্থা বহাল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ মাসের পরেও জরুরি অবস্থা জারি থাকবে বলে মনে করা হচ্ছে।
বেশ কয়েকটি জরিপের ফলাফলে দেখা গেছে, বেশির ভাগ জাপানিই গ্রীষ্মকালীন অলিম্পিকের বিরোধিতা করছেন। বিশেষ করে গত বছর থেকেই দেশটিতে বিদেশীদের আসা-যাওয়া বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে অলিম্পিক গেমস হলে তা জাপানের জন্য ভালো হবে না বলেও মনে করছেন তারা। ফলে গতকাল দৈনিক আশাহিতে প্রকাশিত সম্পাদকীয়টি সকাল থেকেই শেয়ার করতে শুরু করেন নেটিজেনরা। জাপানের নাগরিকরা খুশি, অন্তত তাদের মতো করে অলিম্পিক-সংশ্লিষ্টরা কেউ ভাবছেন।

মে ২৮
০৪:৫২ ২০২১

আরও খবর