Daily Sunshine

জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Share

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে উম্মে কুলসুম নামে দেড় বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আলমগীর জাহান। উম্মে কুলসুম জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের আবু হাসনাতের মেয়ে।
ওসি আলমগীর জাহান জানান, বুধবার বিকেলে শিশু উম্মে কুলসুমকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। এরপর পর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়। পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মে ২৭
০৬:০৯ ২০২১

আরও খবর