Daily Sunshine

তামিমদের জিম্বাবুয়ে সফর পেছালো ১১ দিন

Share

স্পোর্টস ডেস্ক: তামিমদের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল ১৮ জুন। ১১ দিন পিছিয়ে এখন যাবে ২৯ জুন। সফর পিছিয়ে যাওয়ায় একটি টেস্ট কমিয়ে টি২০ সিরিজ করা হয়েছে তিন ম্যাচের। আগের সূচিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি২০ খেলার কথা ছিল টাইগারদের।
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করতেই টেস্ট একটি কমানো। ১২ দলের প্রিমিয়ার লিগ ৩১ মে শুরু হয়ে শেষ হবে ২৬ জুন। এবারের লিগের সংস্করণেও আনা হয়েছে পরিবর্তন। ওয়ানডের পরিবর্তে হবে টি২০ ম্যাচ।
সিরিজ পুনর্বিন্যাস নিয়ে আকরাম খান বলেন, ‘আপাতত আমাদের সূচি খুব ব্যস্ত। এই সিরিজের পর ক্লাব ক্রিকেট শুরু হবে। সময়ের জন্য জিম্বাবুয়ে থেকে একটি টেস্ট কমিয়ে একটি টি২০ বাড়িয়েছি। জিম্বাবুয়ে থেকে ফেরার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ আছে। এ ছাড়া ক্রিকেটারদের বায়োসিকিউর বাবলে থাকার বিষয়টি দেখতে হবে। অতিরিক্ত খেলাও ভালো নয়। এই সিরিজের পর এসব নিয়ে চিন্তা করব।’

মে ২৭
০৫:৫৫ ২০২১

আরও খবর