Daily Sunshine

রাজশাহীতে ইয়াসের প্রভাব ২৪ ঘন্টায় ২২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ২৪ ঘন্টায় ২২ দশমিক ০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মেঘাচ্ছন্ন ও বৃষ্টিময় আবহাওয়া আগামি বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম রেজায়ুনুল হক জানান, মঙ্গলবার বিকেল চারটা ১৫ মিনিট থেকে বৃষ্টিপাত শুরু হয়। সেই হিসেবে সন্ধ্যায় ছয়টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, পাঁচ দশমিক চার মিলিমিটার। এছাড়া সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এক ঘন্টায় চার দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্য সময়ে সব মিলিয়ে ২২ দশমিক ০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজশাহীতে সকাল ছয়টায় বাতাসের আদ্রতা ছিলো ৮৬ শতাংশ। সন্ধ্যা ছয়টায় ছিলো ৯৭ শতাংশ।
অন্যদিকে, বৃষ্টিপাতের কারণে সমস্যায় পড়তে হয়েছে নিম্ন আয়ের মানুষদের। তাদের বৃষ্টিতে ভিজে যাত্রী নিয়ে যেতে দেখা গেছে। তবে যাদের যাত্রাপথে বৃষ্টি ঝড়েছে তারা পড়েছেন বিড়ম্বনায়।

মে ২৬
০৬:২৬ ২০২১

আরও খবর