Daily Sunshine

নলডাঙ্গার ইউএনও করোনায় আক্রান্ত

Share

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে নাটোর সদর হাসপাতালে এন্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, গতরাতে হঠাৎ করে জ্বর আসে। জ্বর আসার পর নাটোর সদর হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দেওয়া হয়। এরপর সকালে তাকে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত যেন করোনা থেকে মুক্তিলাভ করেন, এ জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

মে ২৫
০৪:২০ ২০২১

আরও খবর