Daily Sunshine

নগরীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরষ্কার প্রাপ্তির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা

Share

স্টাফ রিপোর্টার: নগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে এ সভা অনুষ্ঠিত হয়।
অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ড. রেহেনা খাতুন, আম্মান আলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. সাইফুল হক বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিশ্ব শান্তি পদক ছিলো জাতির পিতার কর্মের স্বীকৃতি স্বরূপ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার এ অবদান বাংলাদেশের জন্য বয়ে আনে প্রথম আন্তর্জাতিক সম্মান। আর এ মহান অর্জনের ফলে জাতির পিতা পরিণত হয়েছেন বঙ্গবন্ধু থেকে বিশ্ব বন্ধুতে।”

মে ২৪
০৪:৫৮ ২০২১

আরও খবর