Daily Sunshine

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বাঘা প্রেসক্লাবের মানববন্ধন

Share

স্টাফ রিপোর্টার, বাঘা: প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই অংশ গ্রহণ করেন।
আয়োজিত মানবন্ধনে প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাি মানববন্ধনে বাঘা প্রেস ক্লাব, রিপোটার্স ক্লাব, চারঘাট প্রেস ক্লাব, বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা দক রোজিনা ইসলামের নিশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। মানবন্ধনে সভাপতিত্ব করেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা। সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক বার্তার মফস্বল সম্পাদক গোলম মোস্তফা মামুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ফরজ আলী, কমিউনিষ্ট পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রশান্ত কুমার পান্ডে, বাঘা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় সংবাদিক সংস্থার সভাপতি আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, সমাজ কল্যান সম্পাদক আখতার রহমান, রিপোটার্স ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম, সাংবাদিক এসএম নাজিম উদ্দিন, চারঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম প্রমুখ।
উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দিন, বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পদক এম ইসলাম দিলদার, চারঘাট প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সান্টু, ঢাকা নিউজের সংবাদকর্মী মিজানুর রহমানসহ প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন পোর্টাল নিউজের কর্মরত সাংবাদিকবৃন্দ।

মে ২৩
০৪:৫৭ ২০২১

আরও খবর