Daily Sunshine

রাজশাহী বিভাগে করোনায় আরও চারজনের মৃত্যু

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে তাদের মৃত্যু হয়। এর মধ্যে রাজশাহীতে একজন ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন মারা গেছেন।
শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫২৪ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ৩০৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন, নওগাঁয় ৩৭ জন, নাটোরে ২০ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগে নতুন ১৬৫ জন রোগি শনাক্ত হয়েছেন।
এ দিন বিভাগের ৮৩ জন করোনা রোগি সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৯৫ জন। এদের মধ্যে ৩০ হাজার ৫৫৯ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৭৫১ জন কোভিড-১৯ রোগি।

মে ২২
০৪:২০ ২০২১

আরও খবর