Daily Sunshine

মুসলিম হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুতে নগর আ.লীগের শোক

Share

প্রেস বিজ্ঞপ্তি : সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার এর ভাই রাজশাহী মুসলিম হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম বৃহষ্পতিবার বিকাল ৪ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নজরুল ইসলাম এর জানাযার নামাজ আজ শুক্রবার বাদ জুম্মা হাতেম খাঁন চৌধুরী পুকুর কফিল উদ্দিন আহমেদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু সহ পরিবারবর্গ ও অত্র মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে হাতেম খাঁন গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।

মে ২২
০৪:০১ ২০২১

আরও খবর