Daily Sunshine

রামেক হাসপাতালে এক রাতে আরও ৫ জনের মৃত্যু

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনই মারা গেছেন করোনা শনাক্ত হয়ে। আর বাকি দুইজন উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয় বলে জানান, হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ১১৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৮৪ জন করোনা উপসর্গ রয়েছে।
তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৪ জন। মৃতদের মধ্যে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে দুইজন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন ও আইসিইউতে এক দুইজনের জনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. সাইফুল ফেরদৌস।
হাসপাতাল সূত্রে আরো জানা যায়, নতুন করে ১৬ নম্বর ওয়ার্ডে করোনা রোগীদের জন্য আরো ৩২ টি বেড চালু করা হচ্ছে। আর আইসিইউতে ১০ টি বেড যুক্ত করা হবে কয়েকদিনে মধ্যে।
এদিকে, রাজশাহী বিভাগে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) বিভাগের বগুড়া, নওগাঁ ও পাবনায় একজন করে এই তিনজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫২০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ৩০৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২২ জন, নওগাঁয় ৩৭ জন, নাটোরে ২০ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিভাগে নতুন ১২৭ জন রোগী শনাক্ত হয়েছেন।
এ দিন বিভাগের ১৩৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৩০ জন। এদের মধ্যে ৩০ হাজার ৪৭৬ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৭৪৫ জন কোভিড-১৯ রোগী।

মে ২১
০৪:৪৬ ২০২১

আরও খবর