Daily Sunshine

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আটকেপড়া ১১জন ফিরলেন

Share

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের মধ্যে ১১ জন দ্বিতীয় দিন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফিরল। বৃহষ্পতিবার বেলা ৩টা পর্যন্ত ১১ জন বাংলাদেশে ফিরলেন। ভারত ফেরতদের সবাইকে সদর উপজেলার ১টি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ দিনে আগত সবাইকে নজরদারীতে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ভারত ফেরতরা সবাই নেগেটিভ করোনা সনদ এনেছেন এবং তাদেও কারো দেহে অস্বাভাবিক তাপমাত্রা না থাকলেও সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। ভারত ফেরত ৭ জনসহ জেলার ৪২ জনের নমুনা সংগ্রহ করে তাদের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মে ২১
০৪:৪২ ২০২১

আরও খবর