Daily Sunshine

সাঁকোয়াটেক্স সোয়েটার ফ্যাক্টরীর চেয়ারম্যানের অফিসিয়াল মিটিং

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অবস্থিত উত্তরবঙ্গের প্রথম সোয়েটার ফ্যাক্টরী সাঁকোয়াটেক্সের উৎপাদন বৃদ্ধি সহ নানান বিষয় নিয়ে অফিসিয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে সাঁকোয়াটেক্স সোয়েটার ফ্যাক্টরী সফলতার সহিত তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে।
মঙ্গলবার দুপুরে সাঁকোয়াটেক্স সোয়েটার ফ্যাক্টরীর সভাকক্ষে এ উপলক্ষে অফিসিয়াল কর্মকর্তাদের সাথে মিটিং করেন এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
এতে উপস্থিত ছিলেন এনা গ্রুপের রিজিনাল ডিরেক্টর সারওয়ার জাহান, সাঁকোয়াটেক্স সোয়েটার ফ্যাক্টরীর কমপ্লায়েন্স ম্যানেজার ওবাইদুল কবির, এডমিন ম্যানেজার নিগার সুলতানা, প্রোডাকশন ম্যানেজার ফারুক হোসেন, এক্সিকিউটিভ সজল আহম্মেদ সহ অন্যান্য কর্মকর্তারাগণ।

মে ১৯
০৫:০৬ ২০২১

আরও খবর