Daily Sunshine

বিরাট-আনুষ্কার তহবিলে ৫ কোটি

Share

স্পোর্টস ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতের পরিস্থিতি। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন শত শত মানুষ। দেশের এই দুঃসময়ে এগিয়ে এসেছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। মঙ্গলবার এক ইনস্টাগ্রাম পোস্টে তহবিলে ৫ কোটি রুপি জমা হয়েছে বলে জানান আনুষ্কা শর্মা।
পোস্টে আনুষ্কা জানান, তার ও বিরাটের গড়া তহবিলে ৫ কোটি রুপি জমা হয়েছে। পাশাপাশি এই মাইলস্টোন ছুঁতে যারা সহায়তা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানান এই অভিনেত্রী। আইপিএল থেকে ফিরে বিরাট কোহলি নিজেদের গড়া তহবিলে দুই কোটি রুপি অনুদান দেন। এরপর সকলে অনুদান দেয়ার জন্য অনুরোধ জানান তারা। এই কয়েকদিনের মাঝেই আরও তহবিলে ৫ কোটি রুপি জমা হওয়ায় তথ্য জানালেন তারা।

মে ১২
০৫:৩৯ ২০২১

আরও খবর