Daily Sunshine

মেরাজ মোল্লার মরদেহে এমপি বাদশা ও ওয়ার্কার্স পার্টির শেষ শ্রদ্ধা

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লার মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার দুপুর সোয়া ২টায় নওহাটা হাইস্কুল মাঠে প্রথমে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং পরে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান দলটির রাজশাহী জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। এর আগে প্রবীণ এই নেতার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর কাজীপাড়া পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, কেন্দ্রীয় সদস্য ও জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, যুবমৈত্রীর জেলার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, যুবনেতা জাহিদ, তারেক, দারেজ আলী, বিশু শেখ প্রমুখ।
গতকাল (৯ মে) রবিবার রাত সোয়া ৯টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা।

মে ১১
০৪:৫০ ২০২১

আরও খবর