Daily Sunshine

টেস্টে ৪০০ উইকেট নিতে পারবে ভারতের এই পেসার : অ্যামব্রোস

Share

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের গতিমত পেস বোলিংয়ে শেষ নক্ষত্র ছিলেন সম্ভবত কার্টলি অ্যামব্রোস। কোর্টনি ওয়ালশ আর কার্টলি অ্যামব্রোস মিলে যে আগুনে বোলিংয়ের জুটি ছিলেন, তা অবিশ্বাস্য। সেই কার্টলি অ্যামব্রোস সার্টিফিকেট দিলেন, ভারতের পেসার জসপ্রিত বুমরাহ টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নিতে সক্ষম।
তবে এর জন্য শর্তও জুড়ে দিয়েছেন তিনি। যদি এই ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারেন, তাহলে নিশ্চিত টেস্ট ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা পেসার হিসেবে ইতিহাসের পাতায় বুমরাহ নাম লিখতে পারবেন বলে বিশ্বাস অ্যামব্রোসের। ৯৮ টেস্টে ৪০৫ উইকেট নিয়েছিলেন কার্টলি অ্যামব্রোস। তিনি বলেন, ‘বর্তমান সময়ের যত পেসার আছে, বুমরাহ একটু ব্যতিক্রমই। সম্পূর্ণ আলাদা ধরনের এক বোলার তিনি।’
ইউটিউবে কার্টলি অ্যান্ড কারিশমা শো’তে অ্যামব্রোস আরো বলেন, ‘ভারত বেশ কিছু ভালোমানের পেস বোলার পেয়েছে। আমি জসপ্রিত বুমরাহর বেশ ভালো একজন ভক্ত। অন্যদের চেয়ে একেবারে আলাদা একজন বোলার তিনি। খুবই কার্যকরী একজন বোলার। আমি তার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল দেখতে পাচ্ছি।’
জিজ্ঞাসা করা হয়েছিল, বুমরাহ কী এই ফরম্যাটে ৪০০ উইকেট নিতে পারে? জবাবে অ্যামব্রোস বলেন, ‘অবশ্যই পারবে। যদি সে তার এই ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে ৪০০ উইকেট নেয়া তার পক্ষে খুবই সম্ভব।’ ২০১৮ সালে টেস্টে অভিষেক বুমরাহর। এখনও পর্যন্ত ১৯ টেস্ট খেলে নিয়েছেন ৮৩ উইকেট।

মে ১০
০২:২৭ ২০২১

আরও খবর