Daily Sunshine

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

Share

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাদের হাতে চেক তুলে দেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
শনিবার বেলা ২ টায় আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ১৭ জনের সু-চিকিৎসায় ৫ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পাশাপাশি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ঐচ্ছিক তহবিল হতে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের উন্নয়ন সহ অসহায় ব্যক্তিদের মাঝে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং যে সকল অসহায়, দুঃস্থ ব্যক্তিরা অনুদানের চেক পেলো তারাসহ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মে ০৯
০২:৩৭ ২০২১

আরও খবর