Daily Sunshine

আমৃত্যু জনগণের সুখে দুঃখে পাশে থাকতে চাই : পলক

Share

সিংড়া প্রতিনিধি: নাটোর-৩ (সিংড়া) আসনের এমপি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৩৩৩ নম্বরে ফোন করে ৭লাখ মানুষ খাদ্য সহায়তা পেয়েছেন। আরো প্রায় ১ কোটি মানুষের মোবাইল ফোনে আড়াই হাজার টাকা করে মানবিক সহায়তা দেয়া হয়েছে।
করোনাকালীন সময়ে কর্ম হারিয়ে আর্থিক সংকটে পড়া পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন।
তবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণে কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সিংড়ার ৫লাখ জনগণ গত ১৩ মাসে করোনার পাশাপাশি পর পর ২বার বন্যায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। দুঃসময়ে প্রকৃত বন্ধুর মতো পাশে থেকেছি এবং আমৃত্যুকাল জনগণের সুখে দুঃখে পাশে থাকতে চাই।
শনিবার সিংড়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে সাড়ে ২৪হাজার পরিবারের মাঝে ৪৫০টাকা করে ১ কোটি ১লাখ ২৫ হাজার ভিজিএফ এর নগদ অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. রহুল আমিন।

মে ০৯
০২:১৯ ২০২১

আরও খবর