Daily Sunshine

ভোলাহাটে ফার্নিচার শ্রমিক ইউনিয়নের আহত সদস্যকে অর্থ-সহায়তা

Share

ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত ফার্নিচার শ্রমিককে সংগঠনের পক্ষ থেকে শুক্রবার সকাল ১০টার দিকে অর্থ সহায়তা দিয়েছে। উপজেলার চরধরমপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সড়ক দুর্ঘটনায় আহত শামীমকে অর্থসহায়তা দিয়েছে ভোলাহাট ফার্নিচার শ্রমিক ইউনিয়ন।
গত ৩ মে রাত ৮ টার দিকে নাচোল লক্ষ্মণপুরে মোটরসাইকেল যোগে নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় ভ্যানের সাথে সরাসরি ধাক্কা লাগলে ভোলাহাট ফর্নিচার শ্রমিক ইউনিয়নের সদস্য শামীমের বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত হয়ে আহত হয়। আহত অবস্থায় তাকে নাচোল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার নাচোল হাসপাতালের চিকিৎসক তাকে ভোলাহাট হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শামীম ভোলাহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাকে ভোলাহাট ফার্নিচার শ্রমিক ইউনিয়নের পক্ষ হাসপাতালে গিয়ে সভাপতি শরিফুল ইসলাম সেক্রেটারি নাসিমুল হকসহ অন্য সদস্যরা ২ হাজার টাকা প্রদান করেন। তারা আহত শামীমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

মে ০৮
০৩:০৮ ২০২১

আরও খবর