Daily Sunshine

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা মমিনুল হকের দাফন সম্পন্ন

Share

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে মুক্তিযোদ্ধা মমিনুল হক মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন হয়েছে।
মুসলিম উদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা মমিনুল হক মাস্টার (৭২) তার নিজ বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বাধ্যক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। শুক্রবার সকাল ১১ টায় মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহ্মেদ শিমুল, উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল রাব্বি, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল কবির মুক্তা, থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, শাহবাজপুর ইউ’পি চেয়ারম্যান তোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মে ০৮
০৩:০৭ ২০২১

আরও খবর