Daily Sunshine

বাগমারায় সমাজসেবক জাহাঙ্গীর আলমের ঈদ সামগ্রি বিতরণ

Share

স্টাফ রিপোর্টার, বাগমারা: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার প্রাক্কালে লোকজনকে সচেতন করা ও সুস্থ থাকার জন্য সচেতনতা মূলক নানান কার্যক্রম শুরু করেছেন বাগমারার বড় বিহানালী ইউনিয়নের খালিশপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাদতালের সচিব জাহাঙ্গীর আলম।
এসব কার্যক্রমের অংশ হিসাবে শুক্রবার বড়বিহানালী ইউনিয়নের খালিশপুর বাজারের জোবেদা হোসেন বৃদ্ধাশ্রম চত্বরে অসহায় ভ্যান চালক খেটে খাওয়া আড়াইশ লোকজনের মাঝে ঈদ উপহার হিসাবে সেমাই লাচ্চা, চিনি, তেল, আতপচাল প্রভৃতি খাদ্য প্যাকেটজাত করে বিতরণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন, জব্বার মেম্বার, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসরাইল, মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বড় বিহানালী হাইস্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ ও ভাগিনা শিশির আহম্মেদ।

মে ০৮
০২:৩৪ ২০২১

আরও খবর