Daily Sunshine

বড়াইগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

Share

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় আব্দুস সাত্তার ওরফে মেঘা প্রামাণিক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবপুর ফিলিং স্টেশনের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেঘা প্রামাণিক উপজেলার গোপালপুর খাঁ পাড়া গ্রামের বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার মেঘা প্রামাণিক রাজাপুর বাজারে যাচ্ছিলেন। পথে শিবপুর বাজারে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

মে ০৬
০৬:১৯ ২০২১

আরও খবর