Daily Sunshine

হাতপাখার কদর বাড়ছে গরমে

Share

চলনবিল প্রতিনিধি: চলছে প্রচন্ড তাপদাহ। বেড়েছে লোডশেডিং। গরমে অতিষ্ঠ মানুষ। কদর বেড়েছে গ্রাম-বাংলার ঐতিহ্য তালপাতার তৈরি হাতপাখার। একসময় গরম নিবারনে হাতপাখা ছিলো মানুষের ভরসা। এখন যুগ পাল্টেছে। হাতপাখার স্থান দখল করে নিয়েছে ইলেকট্রিক ফ্যান, এসি ও এয়ার কুলার। তারপরও কদর কমেনি হাতপাখার। প্রচন্ড গরমে স্বস্তির পরশ নিতে হাতপাখার জুড়ি নেই।
গরম বাড়ার সাথে সাথে পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাট-বাজারগুলোতে হাত পাখা বিক্রি বেড়েছে। বিশেষ করে তালপাতার তৈরি হাতপাখা বিক্রি হচ্ছে বেশি। ছোট সাইজের একটি তালপাতার হাতপাখা ১০ টাকা এবং বড় সাইজেরগুলো ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। ঘরে বৈদ্যুতিক পাখা থাকলেও মানুষ হাতপাখা কিনছে।
পৌরশহরের শরৎনগর হাটে হাতপাখা বিক্রি করতে আসা গোলাম মোস্তফা জানান, তিনি ৩৮-৪০ বছর যাবত তাল পাতার হাতপাখা তৈরি করে বাজারে বিক্রি করেন। এখন বাড়িতে, বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের ব্যবহার বেড়ে যাওয়ায় হাতপাখা আর আগের মতো চলে না। তবে এ গরমে হাতপাখা বিক্রি বেড়েছে।
পাখা কিনতে আসা গজারমারা গ্রামের বেজাউল করিম বলেন, বিদ্যুত তো সবসময় থাকে না তাই হাতপাখা কিনছি।

মে ০৫
০৩:১১ ২০২১

আরও খবর