Daily Sunshine

মেরাজ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি রাজশাহী-৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মেরাজ উদ্দিন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। সোমবার বিকালে শাহ মখদুম বিমান বন্দরে থেকে হেলিকপ্টার যোগে তাঁকে ঢাকায় নেয়া হয়েছে।
এসময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন নওহাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ মোস্তাফিজুর রহমান মানজাল, পবা থানা ওসি শেখ মো. গোলাম মোস্তফা, পারিলা ইউপির চেয়ারম্যান সাইফুল বারী ভুলুসহ পরিবারের সদস্যবৃন্দ।
এরআগে ৩০ এপ্রিল শুক্রবার বিকালে অসুস্থ্য হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি শ্বাসকষ্টজনিত কারণে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস জানিয়েছিলেন সভাপতি মেরাজ মোল্লা সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছেন এবং কোভিড রিপোর্ট নেগেটিভ রয়েছে। আওয়ামী লীগের এক নেতা জানান প্রকৃত অবস্থা ততটা ভাল নয়। যে কোন সময়ে অবস্থার পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।

মে ০৪
০৩:১৬ ২০২১

আরও খবর