Daily Sunshine

মাহে রমজান

Share

সানশাইন ডেস্ক : আজ পবিত্র মাহে রমজানের ২০তম দিবস। দিবসটি প্রত্যেক মহল্লাবাসীর জন্য ব্যস্ততারও বটে। কারণ, আজ নারী পুরুষের অনেকেই ইতিকাফ জীবন বরণ করে নেবেন। ইতিকাফের শাব্দিক অর্থ অবস্থান করা কোন বস্তুর ওপর স্থায়ীভাবে থাকা। ইতিকাফের মধ্যে নিজের সত্তাকে আটকিয়ে রাখা হয় এবং নিজেকে মসজিদ হতে বের হওয়া ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে বিরত রাখা হয়। শরিয়াতের পরিভাষায় ইতিকাফের নিয়্যতে পুরুষের ওই মসজিদে অবস্থান করা যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা হয় অথবা মহিলাদের নিজ ঘরে নামাজের স্থানে অবস্থান করাকে ইতিকাফ বলে। বর্তমান বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের অবস্থাও করোনাভাইরাসের কারণে নাজুক ও পেরেশানগ্রস্ত। মসজিদে মুসল্লিদের অবস্থান স্বাস্থ্য ঝুঁকির কারণে নিরুৎসাহিত করা হচ্ছে। তাই প্রায় সর্বত্র ইতিকাফ থাকার ব্যাপারে সকলের মাথায় সে বিষয়টিও কাজ করছে।
সুন্নাত ইতিকাফের নিয়্যত বিশ তারিখ রমজান সূর্যাস্তের পূর্বেই করতে হবে। যদি সূর্যাস্তের পর নিয়্যত করা হয়, তবে এ ইতিকাফ সুন্নাত থাকবে না, বরং নফল হয়ে যাবে। কেননা, নিয়্যত করার পূর্বে শেষ দশদিনের কিছু অংশ এরূপ অতিবাহিত হয়ে গেছে, যেখানে ইতিকাফের নিয়্যত করা হয়নি। সুতরাং পুরো দশদিনের ইতিকাফ হয়নি।

মে ০৩
০৩:০৭ ২০২১

আরও খবর