Daily Sunshine

ওয়ার্ড আ.লীগ নেতার মৃত্যুতে নগর আ.লীগের শোক

Share

প্রেস বিজ্ঞপ্তি : নগরীর ১৯ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এবং সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মজিবর রহমানের জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা ছোট বনগ্রাম হাউজিং কোয়ার্টারের মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ১৯ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাশেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন রেজা সহ পরিবারবর্গ ও বনগ্রাম হাউজিং কোয়ার্টার জামে মসজিদের মুসল্লিগণ।

মে ০১
০৩:৩৯ ২০২১

আরও খবর