Daily Sunshine

জীবাশ্ম জ্বালানিতে এডিবির বিনিয়োগ বন্ধের দাবি

Share

স্টাফ রিপোর্টার: পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ কর- সমাবেশে বক্তারা এডিবিকে অবশ্যই জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে পরিবেশবাদী সংগঠনসমূহ বাংলাদেশের জ্বালানী খাতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর বিনিয়োগ শুধু দেশকে দেনায় জর্জরিত করছে না, বরং পরিবেশ ও জলবায়ুর মারাত্মক ক্ষতিসাধন করছে।
বৃহস্পতিবার রাজশাহীর জিন্না নগর এলাকায় বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লুজিইডি) ও পরিবর্তন, রাজশাহীর এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, আগামী ৩-৫ মে ২০২১ তারিখে, এডিবি’র বার্ষিক সধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সভায় এডিবি’র নতুন জ্বালানি নীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন এবং মাজেদা বেগম ও পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।

মে ০১
০৩:৩৯ ২০২১

আরও খবর